ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

সমবায়ে সরকারি সুযোগ সুবিধা কাজে লাগাতে যুব সমাজসহ সবার প্রতি আহবান: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:৩৩, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৩, ৫ নভেম্বর ২০১৬

সরকারের বিশেষ সুবিধা দেয়া ক্ষুদ্র সঞ্চয় ও সমবায় ব্যবস্থাপনায় ক্ষুদ্র ঋণের মতো যেন কোন অনিয়ম না হয় সেব্যাপারে সজাগ থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সমবায়ে সরকারি সুযোগ সুবিধা কাজে লাগাতে যুব সমাজসহ সবার প্রতি আহবান জানান। জাতীয় সমবায় দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমবায় খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় সেরা সমবায়ি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের পুরস্কৃত করেন তিনি। ক্ষুদ্র ঋণের বোঝা না বাড়িয়ে, সরকারের দেয়া ক্ষুদ্র সঞ্চয়ের সুবিধা দিয়ে দেশের প্রত্যন্ত জনপদের জীবন মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের তৎপর থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কৃষি জমি নষ্ট করে কারখানা তৈরি না করে, চাষ উপযোগী জমি সংরক্ষণের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে দেশে ধনী-গরিবের বৈষম্য হ্রাস পেয়েছে উল্লেখ করে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করারও আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একটি সাংস্কৃতি অনুষ্ঠানও উপভোগ করেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি