ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘সমাবেশের নামে জ্বালাও-পোড়াও করলে সমুচিত জবাব দেয়া হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ৫ নভেম্বর ২০২২ | আপডেট: ১৫:২০, ৫ নভেম্বর ২০২২

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (ফাইল ছবি)

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (ফাইল ছবি)

Ekushey Television Ltd.

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সরকার সহায়তা করছে বলেই বিএনপি এখন সভা-সমাবেশ করতে পারছে।

শনিবার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রী। 

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল তখন আন্দোলন দমনের নামে তারা কী কী করেছে সবই জনগণ জানে। তাদের নৃশংসতার তুলনায় একটা পটকাও ফোটানো হয়নি। কিন্তু সভা-সমাবেশ করার নামে আবারও জ্বালাও-পোড়াও করা হলে সমুচিত জবাব দেয়া হবে। 

তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পালিয়ে গেছে আর মহাসচিব যখন পাকিস্তান আমলের গুণগান গায় তখন তাদের থেকে আর কীই-বা আশা করা যায় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি