ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু স্কুল ছাত্র আজমাইনের

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ৭ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৮:৩৫, ৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১টার দিকে শহরের সমিতিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্কুল ছাত্রের নাম আজমাইনুল হক। সে কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বাবর নাম করুমুল হক। সে শহরের পিটি স্কুল এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে সী-সেইফ লাইফগার্ডের ইনচার্জ মোহাম্মদ ওসমান জানিয়েছেন, সকাল সাড়ে আটটার দিকে সমুদ্রের শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় আজমাইন। কয়েকজন বন্ধু মিলে স্কুল পালিয়ে সমুদ্র সৈকতে এসে ফুটবল খেলে। তারপর ফুটবল খেলা শেষে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয় দু'জন। তারমধ্যে একজনকে উদ্ধার করে বন্ধু এবং জেলেরা। তখন থেকে নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি