সমূদ্র বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত
প্রকাশিত : ১৮:১১, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১১, ১ আগস্ট ২০১৬
বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে সমূদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার আবহাওয়া সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। বলা হয় উত্তর-পূর্ব বঙ্গোপসাগার ও উত্তর -পশ্চিম এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি ঘনিভ’ত হয়ে উত্তর বঙ্গোপসাগার ও তৎসংলগ্ন সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে দেশের উপক’লীয় এলাকা ও সমূদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপক’লের কাছাকাছি সাবধানে চলাচলে পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের।
আরও পড়ুন