ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী

সম্মাননা পাচ্ছেন ৩ গুণীজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আজ শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে তিন গুণী ব্যক্তিকে সম্মাননা জানানো হবে। তারা হলেন- স্বাধীনতা পদকপ্রাপ্ত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাধীনতা পদকপ্রাপ্ত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাইখ সিরাজ এবং বাংলা একাডেমি রবীন্দ্র-পুরস্কারপ্রাপ্ত অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ফাহিম হোসেন চৌধুরী।

অনুষ্ঠান উদ্বোধন করবেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। সভাপতিত্ব করবেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি