সরকারি কর্মচারীদের গৃহঋণ দিতে চুক্তি
প্রকাশিত : ১৩:০৬, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০১৮
সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণে ৫ শতাংশ সুদে ঋণ দিতে অর্থ বিভাগের সঙ্গে পাঁচ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও রাষ্ট্রায়ত্ত্ব চারটি ব্যাংক হচ্ছে- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক।
মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে সচিবালয়ে অর্থ বিভাগ এবং বাস্তবায়নকারী পাঁচ প্রতিষ্ঠানের কর্মকর্তারা সমঝোতা স্মারক সই করেন। এর ফলে আগামী দুই মাসের মধ্যে সরকারি কর্মচারীরা ঋণ সুবিধা পাবেন বলে জানান কর্মকর্তারা।
এর আগে সরকারি চাকরিজীবীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ দিতে গত ৩১ জুলাই নীতিমালা জারি করে অর্থ বিভাগ। পরিপত্র অনুযায়ী, দেশের যে কোনও এলাকায় গৃহনির্মাণ, জমিসহ তৈরি বাড়ি বা ফ্ল্যাট কেনায় সরকারি চাকরিজীবীরা ঋণ পাবেন। জাতীয় বেতন স্কেলের গ্রেডভেদে ২০ লাখ টাকা থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ঋণের মোট সুদহার সর্বোচ্চ ১০ শতাংশ। তবে এ ১০ শতাংশ সুদের ৫ শতাংশ সরকার এবং বাকি ৫ শতাংশ ঋণগ্রহীতা পরিশোধ করবেন। ঋণ পরিশোধের মেয়াদকাল হবে সর্বোচ্চ ২০ বছর।
একে//
আরও পড়ুন