‘সরকারি চাকরিতে আদিবাসী কোটা পূণঃবহালের দাবিতে সমাবেশ’
প্রকাশিত : ২১:৫৪, ৯ অক্টোবর ২০১৮
সরকারি চাকুরিতে ১ম ও ২য় শ্রেণির চাকরিতে ৫% আদিবাসী কোটা বহালের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০টায় একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা মোড়’ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা ভাস্কর্যে এসে শেষ হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই সমাবেশ থেকে আদিবাসী শিক্ষার্থীরা সরকারের প্রতি দাবী জানান, অবিলম্বে আদিবাসীদের জন্য বরাদ্দকৃত ৫% কোটা যেন পুনঃবহাল করা হয়।
উল্লেখ্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠী,আদিবাসীদের সংবিধানে বরাদ্দকৃত ৫% কোটার পূণঃবহাল চান তারা। জীবনযাত্রার নিত্য সংগ্রাম পেরিয়ে যারা আজ এতদূর এসেছে তাদের শেষ স্বপ্নটুকু মূল্যায়ন যেন করা হয় সেজন্যে তারা আদিবাসী কোটা পূণঃবহাল আন্দোলন মঞ্চে জোর দাবি জানান।
প্রতিবাদ সমাবেশের এক মুখপাত্র জানান, সংবিধান আমাদের কোটা দিয়েছে আর আজ তা আপনারা তুলে নিলেন। আদিবাসীদের জন্য কোটা এটি আমাদের সাংবিধানিক অধিকার। আমরা ক্লাসে থাকতে চাই, সবার সাথে চলতে চাই। আমাদের পিছনে ফেলে সামনে যাওয়া যায় না। আমরাও এই রাষ্ট্রের নাগরিক। তাই অনতিবিলম্বে আমাদের পাহাড়িদের কোটা ফিরিয়ে দিন।’
সেই সাথে মন্ত্রপরিষদ সচিবকে বিষয়টিকে আমলে নিয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সংগঠনদের পক্ষে বক্তব্য রাখেন, প্রভাত কুবি,আশা রংখেং,তপন চাকমা, দর্পণ দফো প্রমুখ।
কেআই/এসি
আরও পড়ুন