ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ১৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৭:৪১, ১৯ এপ্রিল ২০১৭

বিএনপি অংশ না নিলেও বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে বলে মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি বলেন, নির্বাচন নিয়ে আপোষ করার সুযোগ নেই। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গি দমনের যুদ্ধ এখনো শেষ হয়নি।

১৪ দলীয় জোটের অন্যতম শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসন এই সেমিনারের আয়োজন করে। একে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম।

আগামী নির্বাচনে কে আসবে কে আসবে না তা নিয়ে সরকার চিন্তিত নয় উল্লেখ স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়িই আগামী নির্বাচন হবে। আর তাতে অংশ নেবে জনগন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপির প্রকাশ্যে সহযোগিতার কারণেই জঙ্গি দমনে সরকার বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

দেশের উন্নয়ন ও জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ১৪ দলীয় জোট নেতারা।

আরও দেখুন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি