সরকারের নির্ধারিত স্থানে ট্যানারি স্থাপন না করায় ১০ ট্যানারি মালিককে হাইকোর্টের তলব
প্রকাশিত : ১৮:৪৭, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৪৭, ২৩ মার্চ ২০১৬
আদালতের নির্দেশনা অনুসরণ করে সরকারের নির্ধারিত স্থানে ট্যানারি স্থাপন না করায় ১০ ট্যানারি মালিককে তলব করেছে হাইকোর্ট।
আদালত অবমাননার এক আবেদন শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের বেঞ্চ এই আদেশ দেন। আগামী ১০ই এপ্রিল তাদেরকে হাইকোর্টে স্বশরীরে হাজির হয়ে ট্যানারি স্থানান্তর না করার কারণ ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয়েছে। ২০০১ সালে ট্যানারি শিল্প হাজারিবাগ থেকে সরিয়ে নিতে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর ২০০৯ সালে আরেক আদেশে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগের ট্যানারি শিল্প অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেয়। সরকার হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল। এই মেয়াদ পেরিয়ে গেলেও দশ কারাখানা মালিক পদক্ষেপ না নেয়ায় তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন