ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সরকার অবাধ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১১:৩৩, ১৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:৩৮, ১৪ এপ্রিল ২০১৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যম যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সেলক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি গণমাধ্যমের মালিক, সংবাদকর্মীসহ সকলের দায়িত্বশীল ভূমিকা একান্ত অপরিহার্য।’ একুশে টেলিভিশনের বিশতম বর্ষে পদার্পণ উপলক্ষে এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘টেলিভিশন বিশ্বব্যাপী একটি জনপ্রিয় গণমাধ্যম। শিক্ষা, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি ও বিনোদনমূলক অনুষ্ঠানাদি প্রচারের পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইর্সুতে জনমত গঠনে টেলিভিশনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে জনগনের মাঝে গ্রহনযোগ্যতা সৃষ্টিতে গণমাধ্যমগুলোকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে খবরের পিছনের প্রকৃত সত্যকে জনসম্মুখে তুলে ধরতে হবে। গণমাধ্যমসমূহ দেশ ও জনগনের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলতার সাথে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে।’

একুশে টেলিভিশনের পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কলাকুশলী ও কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘একুশে টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকে সংবাদ পরিবেশন ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে বস্তুনিষ্ঠতা ও নান্দনিকতার পরিচয় দিয়ে আসছে। আমি আশা করি, একুশে টেলিভিশন মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বিনোদন, উন্নয়ন সহায়ক অনুষ্ঠানমালা প্রচারসহ বাঙালির হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে প্রচেষ্ঠা চালাবে। আমি একুশে টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি