ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকার গত ১৫ বছরে ৮২৮টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছে : শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৯:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সরকার ২০০৯ সাল থেকে গত ১৫ বছরে ৮২৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছে।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টি স্কুল অ্যান্ড কলেজ, ৩৭৪টি কলেজ, ৩৭৪টি স্কুল এবং ৪৯টি কারিগরি প্রতিষ্ঠান।’

ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধকল্পে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সুষ্ঠুভাবে পাবলিক পরীক্ষা পরিচালনার জন্য প্রশ্নপত্রের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার্থে মন্ত্রণালয়, গোয়েন্দা, বিটিআরসি, জেলা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাদের সম্পৃক্ত করা হয়েছে। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি