ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকার নিজেদের জালে নিজেরাই আটকে যাচ্ছে: খসরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ২৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

জনগণের ওপর আস্থা না থাকায় সরকার নিজেদের জালে নিজেরাই আটকে যাচ্ছে এজন্য প্রতিনিয়ত তাদের কথায়  দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে ইয়ুথ ফোরাম আয়োজিত যুবসমাবেশে তিনি এসব  কথা বলেন।

আমীর খসরু সরকারের উদ্দেশে বলেন, অন্যায়-অবিচার করে মিথ্যাচারের মাধ্যমে কতটুকু চালাবেন? সরকার আজ নিজেদের জালে নিজেরাই ফেঁসে গেছেন। তিনি বলেন, এ দেশের মানুষ বারবার জেগে উঠেছে। তারা গণতন্ত্র ফিরিয়ে এনেছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার সংবিধানের মৌলিক কাঠামো ভেঙে দিয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সংবিধানের মৌলিক কাঠামো ভেঙে দিয়ে সংবিধানের কথা বলা, এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না।

সংগঠনের উপদেষ্টা এম এ বাশারের সভাপতিত্বে যুবসমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, সংগঠনের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি