ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকার ফাঁকা মাঠে গোল দিতে চাইছে: মওদুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপিকে দূরে সরিয়ে রেখে একাদশ জাতীয় নির্বাচনে সরকার ফাঁকা মাঠে গোল দিতে চাইছে। সেই সুযোগ এবার দেওয়া হবে না।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, বিএনপি নির্বাচনে এলে পরাজয় নিশ্চিত জেনে সরকার নানা কূটকৌশল করছে। প্রশাসনে ব্যাপক রদবদল আনছে। ইভিএম ব্যবহারের কথা বলছে। এসবের উদ্দেশ্যে বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা।

তিনি বলেন, এবার আর ফাঁকা মাঠে গোল দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। সুষ্ঠু নির্বাচনের পথ বের করা হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি