ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকার বিরোধী ষড়যন্ত্র সফল হবে না: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি নেতারা শিক্ষার্থীদের আন্দোলন রাজনৈতিকভাবে ব্যবহারের জন্য উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।       

শনিবার বিকেলে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দিয়ার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সরকারবিরোধী যত ষড়যন্ত্রই হোক, কেউ সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।   

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘কোমলমতি শিশুরা অরাজনৈতিক যে দাবি করছে, দাবিগুলো সরকার পালন করছে, বিএনপি নেতারা সেখানে উস্কানি দিচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির একজন রাজনৈতিক নেতা যখন বলেন, তোমরা মাঠে নেমে পড়। এর মানে হল তারা এটাকে বিপথগামী করতে যাচ্ছে। সেই সঙ্গে দাবিগুলোকে ভিন্নখাতে নিয়ে যাচ্ছে, এটা কোনভাবে সম্ভব নয়।

বিএনপি এই আন্দোলনকে ঘিরে ফায়দা নিতে চাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।   

এমএইচ/এসি        

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি