ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকার ভিন্নমত সহ্য করতে পারে না বলেই তাদের বিরুদ্ধে কথা বললেই গ্রেফতার করা হচ্ছে: ফখরুল

প্রকাশিত : ১৩:৩৭, ১৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৩৭, ১৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

সরকার ভিন্নমত সহ্য করতে পারে না বলেই তাদের বিরুদ্ধে কথা বললেই গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ফটো জার্নালিষ্ট এসোসিয়েসনে যুব জাগপা আয়োজিত প্রতিবাদ সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি পুরনো দল হলেও এই দলের হাতেই বার বার গনতন্ত্র ভুলণ্ঠিত হচ্ছে।  তিনি অভিযোগ করেন, বিএনপি কাউন্সিলের পর যখন ঘুড়ে দাড়াতে শুরু করেছে, তখনই নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে সরকার। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ ফখরুলের। নির্বাচন কমিশন কোন অভিযোগ আমলে নিচ্ছে না বলেও জানান বিএনপির এই নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি