ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সরদার ফজলুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ১৫ জুন ২০২১

লেখক, দার্শনিক ও চিন্তাবিদ অধ্যাপক সরদার ফজলুল করিমের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের আজকের এই দিনে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বরিশালের উজিরপুরের আটিপাড়া গ্রামে ১৯২৫ সালের ১ মে জন্মগ্রহণ করেন সরদার ফজলুল করিম। বাবা খবিরউদ্দিন সরদার কৃষি কাজ করতেন। মা সফুরা বেগম ছিলেন গৃহিণী। তারা দুই ভাই ও তিন বোন। সরদার ফজলুল করিমের শৈশব কেটেছে গ্রামে। তিনি ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন ১৯৪০ সালে। ১৯৪২ সালে তিনি আইএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হন। পরে ১৯৪৬ সালে ঢাবি থেকে দর্শন বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সরদার ফজলুল করিম বেশকিছু ধ্রুপদি বইয়ের অনুবাদ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য প্লেটোর সংলাপ, প্লেটোর রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিক্স, রুশোর সোশ্যাল কনট্রাক্ট ইত্যাদি। এ ছাড়া দর্শনপাঠে আগ্রহীদের জন্য 'দর্শনকোষ' নামে একটি অনবদ্য বই লিখেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি