ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ২৯ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাদশা মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মৃত জোর আলী ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে কুট্টাপাড়া মোড়ে বৃদ্ধ লোকটি দিগন্ত পরিবহন থেকে নেমে ঢাকা-সিলেট মহাসড়ক পার হতে গেলে, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আশীষ কুমার স্যানাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে, ঘটনার পর ওই ভ্যানের চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি