ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করলো উপজেলা বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ১৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠান বর্জন করেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় তিনজন নেতা এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেয়া এবং তাদের দাওয়াত না দেয়ার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর জানান, ব্যারিস্টার রুমিন ফারহানাকে দাওয়াত দেয়া হলেও সরাইলে অবস্থানরত আমাদের তিনজন কেন্দ্রীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি স্থানীয় মুক্তিযোদ্ধাদের অনেককেও দাওয়াত দেয়া হয়নি। তাই আমরা এই অনুষ্ঠান বর্জন করেছি।

উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম মিয়া বলেন, দলের কেন্দ্রীয় নেতাদের উপেক্ষা করে শুধু একজন নেত্রীকে আমন্ত্রণ জানানোর ঘটনা অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য। 

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, সকলকে দাওয়াত দেয়া হয়েছিল এবং অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। 

তবে বিএনপির অনুষ্ঠান বর্জনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একদিকে নেতাদের এ সিদ্ধান্তের সমর্থন পাওয়া গেলেও, অন্যদিকে অনেকেই এ ঘটনাকে বিভাজনমূলক বলে সমালোচনা করছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি