ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সরীসৃপের পূর্বপুরুষ মেগাচিরিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২ জুন ২০১৮ | আপডেট: ০৯:৪১, ৫ জুন ২০১৮

সম্প্রতি এক বড় আকারের টিকটিকির ফসিল খুঁজে পাওয়া গেছে ইতালিতে। এটি বর্তমান যুগের সব টিকটিকি, সাপসহ এই জাতীয় অন্তত ১০ হাজার সরীসৃপের পূর্বপুরুষ বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, ২৪ কোটি বছর আগে জঙ্গলাকীর্ণ অংশে মেগাচিরিলা ওয়াচটলিরি নামে গিরগিটি জাতীয় পোকামাকড়ভুক এই সরীসৃপ গাছে গাছে চরে বেড়াত। সে সময় প্রাণীদের মধ্যে খাদ্যশৃঙ্খলে শক্তিশালী অবস্থানে ছিল কেবল ডাইনোসর।

ইতালীয় গবেষকরা বলছেন, মেগাচিরিলার ফসিল প্রমাণ করছে পৃথিবীতে প্রথম সরীসৃপদের সঙ্গে তাদের বৈশিষ্ট্যগত পার্থক্য ছিল। তারা ধারণা করচ্ছে, ২৫ কোটি ২০ লাখ বছর আগে মেসোজোয়িক যুগের ট্রায়াসিক পর্ব শুরুর সময়ই প্রাচীন সরীসৃপদের সঙ্গে মেগাচিরিলা ভাগ হয়ে যায়। এ সময়ই তারা স্বতন্ত্র প্রজাতি হিসেবে আবির্ভূত হয়।

২০০৩ সালে ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকা দলোমাইটসে বালু ও কাদামাটির নিচে পাথরের খুঁজে পাওয়া যায় এর ফসিল। চলতি বছরের মে মাসে ফসিলটি এক্স-রে করে এটি সম্পর্কে বিস্তারিত জানা যায়। পরে এটির থ্রিডি মডেলও তৈরি করা হয়। এটি নিয়ে সম্প্রতি এক গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে সায়েন্স জার্নাল নেচারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি