ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সরে গেলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১৫ জুলাই ২০২৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পল স্মলি।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। 

বাফুফের সঙ্গে সম্পর্কটা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না পল স্মলির। এর জের ধরে এবার পদত্যাগ করেছেন তিনি। 

দুই মাস আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, কাজের পরিবেশ না থাকায় চলে যেতে চান স্মলি। 

গতকাল এক অভ্যন্তরীণ বৈঠকে ফেডারেশন ছাড়ার সিদ্ধান্ত জানান এই ব্রিটিশ ডিরেক্টর। পল স্মলির সঙ্গে বাফুফের চুক্তি রয়েছে আগামী বছর আগস্ট মাস পর্যন্ত। তবে এর এক বছর আগেই চলে যাচ্ছেন তিনি। 

২০২০ সালে দায়িত্ব নিয়েছিলেন স্মলি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি