ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সর্বোচ্চ অর্থে বরিশালে মুশফিক, দল পাননি মুমিনুল-সাব্বির

আবু হোরায়রা তামিম

প্রকাশিত : ০৯:০২, ২৫ সেপ্টেম্বর ২০২৩

বিপিএলে দল পাননি আশরাফুল, মুমিনুল ও সাব্বির রহমান। জমজমাট প্লেয়ার্স ড্রাফটে স্কোয়াড গুছিয়ে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। সর্বোচ্চ ৮০ লাখে মুশফিকুর রহিমকে দলে টেনেছে ফরচুন বরিশাল। চোটের কারণে এবারের বিপিএলে খেলতে পারবে না এবাদত হোসেন।

প্লেয়ার্স ড্রাফটে ছয় ক্যাটাগরিতে ৪৪৩ বিদেশী ও ২০৩ জন দেশী ক্রিকেটার। সবচে দামি ‘এ’ ক্যাটাগরিতে একাই ছিলেন মুশফিকুর রহিম। বি ক্যাটাগরির ভিত্তি মূল্য ৫০ লাখ। সি ক্যাটাগরিতে ৩০ লাখ। ডি ২০ লাখ, ই ১৫ লাখ, এফ ১০ লাখ আর জি ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫ লাখ। 

ফরচুন বরিশালে ৮০ লাখের মুশফিকুর রহিম ছাড়াও আছেন রাকিবুল হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রিতম কুমার, তাইজুল, এনামুল হক, নওরোজ নাবিল। আর বিদেশি কোটায় ওয়েস্ট ইন্ডিজের ইয়ানিক কারিয়া এবং লঙ্কান দুনিথ ভেল্লালাগে ও দিনেশ চান্দিমালকে দলে টেনেছে বরিশাল।

রংপুর রাইডার্সে আছেন রনি তালুকদার, শামিম হোসেন, রিপন মন্ডল, হাসান মুরাদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান। এছাড়া নিউজিল্যান্ডের মিশেল রিপন ও আমেরিকার অলরাউন্ডার ইয়াসির মোহাম্মদকে কিনেছে রংপুর।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেলো মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, ইমরুল কায়েস ও এনামুল হককে। আর বিদেশি কোটায় ক্যারিবীয় অলরাউন্ডার রাকিন কনওয়েল ও ম্যাথিউ ওয়াল্টারফোর্ডকে দলে নিয়েছে চ্যাম্পিয়নরা।

সিলেট স্ট্রাইকার্স দলে টেনেছে মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি, নাজমুল অপু, শফিকুল ইসলাম, নাইম হাসান, জাওয়াদ রোয়েনকে। বিদেশি কোটায় আছেন জিম্বাবুয়ের রিচার্ড নাগারামা ও লঙ্কান অলরাউন্ডার দুশান হেমন্ত।

খুলনা টাইগার্স আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আকবর আলী ও সুমন খানের জন্য অর্থ খরচ করেছে। তাদের বিদেশি রিক্রুট লঙ্কান কাসুন রাজিথা ও দাসুন শানাকা।

নতুন ফ্রাঞ্চাইজি দুর্দান্ত ঢাকায় আছেন সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হাসান, নাইম শেখ, সাব্বির হোসেন ও জসিমউদ্দীন। লঙ্কান লাহিরু সামারাকুন ও সাদিরা সামারাবিক্রমাকে দলে টেনেছে ঢাকা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান, সাহাদাত হোসেন দিপু, সালাউদ্দীন শাকিল। কার্টিস ক্যাম্ফার  ও ওমানের বিলাল খানকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম।

এবার দল পাননি মোহাম্মদ আশরাফুল, মোমিনুল হক ও সাব্বির রহমান। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি