ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টি-২০ সিরিজ

সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২৩ ডিসেম্বর ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া  তিন ম্যাচ টি-২০ সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারী হলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৩ ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও উজ্জল ছিলেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৩ রান করেন সাকিব। ফলে সিরিজ সেরার পুরস্কার পান সাকিব।
সমান ৭টি করে উইকেট নিয়ে দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার কিমো পল ও শেল্ডন কট্রেল। ৫টি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :

খেলোয়াড়||            ম্যাচ || ইনিংস || ওভার রান || উইকেট || ইনিংসে ৪ উইকেট || ম্যাচে ৫ উইকেট


সাকিব আল হাসান

(বাংলাদেশ)                  ৩        ৩            ১১.৫  ৮৯        ৮                   ০                     ১

 

কিমো পল

(ওয়েস্ট ইন্ডিজ)              ৩       ৩            ১২.০   ৯২        ৭                   ০                     ১

 

শেল্ডন কট্রেল

(ওয়েস্ট ইন্ডিজ)               ৩       ৩            ১২.০   ৯৮        ৭                  ১                     ০

 


মাহমুদুল্লাহ রিয়াদ

(বাংলাদেশ)                     ৩       ৩           ৫.৪    ৩২        ৫                   ০                   ০

 

মুস্তাফিজুর রহমান

(বাংলাদেশ)                      ৩       ৩           ৯.০    ৯৮        ৫                  ০                   ০

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি