ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সর্ব কালের সেরা রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ২৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:২৭, ২৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সর্ব কালের সেরা রেকর্ড। টালিউডের ইতিহাসে এটাই প্রথম। প্রথম সপ্তাহেই কোন বাংলা সিনেমা ১০ কোটির ওপরে ব্যবসা করেছে। শুরু থেকেই চালিয়ে খেলছে ‘অ্যামাজন অভিযান’।

গত ২২ ডিসেম্বর সিনেমা মুক্তির পর থেকে এখনও পর্যন্ত এসভিএফ’র বক্স অফিস সংগ্রহ প্রায় ১৫ কোটি। বক্স অফিস কালেকশনস’র দাবি প্রথম পাঁচ দিনেই না কি ১২.২৬ কোটির ব্যবসা করেছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘অ্যামাজন অভিযান’।

দেব অভিনীত এই সিনেমা বড়দিনেই বক্স অফিস থেকে ব্যবসা করেছিল প্রায় ৩.৭০ কোটি টাকা। সিনেমার এই আকাশ ছোঁয়া সাফল্যে খুশিতে আত্মহারা প্রযোজক সংস্থা এসভিএফ-এর অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি।

এক প্রতিক্রিয়ায় প্রযোজক তথা পরিচালক মহেন্দ্র সোনি জানিয়েছেন, ‘অ্যামাজন অভিযান সিনেমার এই সাফল্য আমাদের কাছে অপ্রত্যাশিত। দর্শক এই সিনেমাকে ভীষণ পছন্দ করেছে। আমরাও ভীষণ খুশি।’  

উল্লেখ্য, ২২ ডিসেম্বর বলিউডের ‘দাবাং বয়’ সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’র সঙ্গেই মুক্তি পেয়েছে ২৫ কোটি টাকার অ্যামাজন অভিযান। চলতি বছরের শেষ সপ্তাহে দর্শক মহলে এই সিনেমাটি বেশ প্রশংসিত হচ্ছে।

একনজরে অ্যামাজন অভিযানের বক্স অফিস সংগ্রহ

প্রথম দিন- ২.১৪ কোটি (শুক্রবার)

দ্বিতীয় দিন- ২.২৬ কোটি (শনিবার)

তৃতীয় দিন- ৩.১০ কোটি (রবিবার)

চতুর্থ দিন- ৩.৭০ কোটি (সোমবার, বড়দিন)

পঞ্চম দিন- ১.৮০ কোটি (মঙ্গলবার)

ষষ্ঠ দিন- ১.০৫ কোটি (বুধবার)

সূত্র : নিউজ অব ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি