ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সস্ত্রীক করোনায় আক্রান্ত অধ্যাপক আনু মুহাম্মদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭, ২ আগস্ট ২০২০

অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা পরীক্ষার রেজাল্টে তাদের করোনা পজিটিভ আসে।

শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথমে শিল্পী বড়ুয়ার কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর তিনি গত মঙ্গলবার ঢাকা মেডিকেলে ভর্তি হন। পরে শুক্রবার তিনি সেখান থেকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, আনু মুহাম্মদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে শনিবার। রবিবার তিনিও মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হবেন।

তাসলিমা আখতার বলেন, তারা আপাতত ভালো আছেন, আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি