ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

সহজ উপায়ে সিলিং ফ্যান পরিষ্কার করবেন যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ১ অক্টোবর ২০১৮

গরম থেকে স্বস্তি পেতে সিলিং ফ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ঘর পরিষ্কার রাখতে চাই, ধুলো থেকে মুক্তি পাওয়া সত্যিই কঠিন। ঘরের ধুলো-ময়লা পরিষ্কার করা যায়, কিন্তু মাথার উপর সিলিং ফ্যান নিয়ে সব সময় পরিস্কার করা যায় না।   

ওপরে থাকায় সহজে পরিষ্কার করা যায় না। ফলে অনেক বেশি ময়লা জমে, এটি দেখতে খারাপ লাগে। বাতাসের সঙ্গে ধুলো পুরো ঘরে ছড়িয়েও যায়। সিলিং ফ্যান পরিষ্কার করা বেশ ঝামেলারও বটে, সময়ও লাগে অনেকক্ষণ!   

কঠিন এই কাজটি নিমিষেই করা যায় কীভাবে? আসুন জেনে নিই, ফ্যান পরিষ্কার করতে হলে প্রথমে একটি পুরোনো বালিশের কভার নিন। এটি দিয়ে ফ্যানের ব্লেডের আগা থেকে গোড়া পর্যন্ত ঢেকে দিন।

বালিশের কভারটি দু’হাত দিয়ে পাখার ব্লেডের ওপরে চেপে ধরে বাইরের দিকে টান দিন। এবার দেখুন, ফ্যানের সব ময়লা চলে এসেছে। এভাবেই সবগুলো ব্লেড পরিষ্কার করে নিতে পারেন। সপ্তাহে অন্তত, একবার হলেও এভাবে ফ্যান পরিষ্কার করুন। দেখবেন ফ্যানের সঙ্গে ঘরও পরিষ্কার থাকবে।  

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি