ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সহজ জয়ে প্রস্তুতি সারল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২০ জুলাই ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে শুক্রবার রাতে ৪ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এদিন টস জিতে বাংলাদেশ আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। এদিন বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মাহমুদুল্লাহ রিয়াদ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ইউনিভার্সিটিজ অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ। এরপর মোসাদ্দেক হোসেন সৈকত রান আটকে রাখার পাশাপাশি নিয়মিত উইকেট শিকার করতে থাকেন মোসাদ্দেক। গেইলকে ফেরানোর পর শিকার করেন আরো তিন উইকেট।

এরপর সপ্তম উইকেটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ। ওটলি এবং হজ যোগ করেন ৯০ রান। পরে ৪৫তম ওভারে হজকে তাদের জুটি ভাঙেন রুবেল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২২৭ রানে পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ। বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক ৪টি ও রুবেল ৩টি উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। বিনা রানে ফিরে যান আনামুল হক বিজয়। পরে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ১৯ ওভারে দলীয় ১০১ রানের মাথায় পাওয়েলের শিকার হয়ে ফেরেন শান্ত। তার ব্যাট থেকে আসে ৪৩ রান।

১ উইকেটে ১০১ থেকে হঠাৎ করেই ৪ উইকেটে ১২৭ হয়ে যায় বাংলাদেশ। তবে শক্ত হাতে তা দূর করেন মোসাদ্দেক-মুশফিক। ৬১ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন লিটন দাস। মুশফিকুর রহিম ৫০ বলে তার অর্ধশতক পূরণ করেন। ষষ্ঠ উইকেটে ৫৭ রান তুলেন লিটন ও মুশফিক। ৭০ রান করা লিটন দাস হজের বলে ওয়ালটনের হাতে ক্যাচ দিয়ে ফিরলে মিরাজকে নিয়ে বাকি কাজ সম্পন্ন করেন মুশফিক। বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মুশফিক।

আরক//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি