ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

সহজ প্রতিপক্ষের কাছে ঘরের মাঠেই হার বার্সার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ১৬ ডিসেম্বর ২০২৪

ঘরের মাঠে আবারও ধাক্কা খেলো  কাতালানরা। লিগের পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা লেগানেসের কাছে ১-০ গোলে হেরে হেরেছে বার্সা। এনিয়ে নিজেদের ঘরের মাঠে এটি তাদের টানা দ্বিতীয় হার। 

রোববার রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে খেলতে নেমে শুরুতেই গোল হজম করে বসে হান্সি ফ্লিকের দল। এরপর একের পর এক আক্রমণ করেও লাভ হয়নি বার্সেলোনার। ম্যাচের চতুর্থ মিনিটেই সের্হিও গনসালেসের গোলে এগিয়ে যাওয়া লেগাসেন বাকি পুরোটা ম্যাচ সেই ব্যবধান রক্ষা করেছে জানপ্রাণ দিয়ে। শেষ পর্যন্ত হার ১-০ গোলের হার নিয়েই ম্যাচ শেষ করতে হয় তাদের।

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছ বার্সা। ম্যাচের ৮০ ভাগ সময় বলের দখল ছিল তাদের। গোলের জন্য শট নিয়েছে ২০টি। প্রায় নিশ্চিত গোলের সু্যোগ তৈরি করেছে অন্তত তিনটি। কিন্তু হার নিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে কাতালানদের। 

১ মিনিট ৫৫ সেকেন্ডের ঝড়ে ম্যানচেস্টার ডার্বি ইউনাইটেডের
লা লিগায় ঘরের মাঠে ঠিক এর আগের ম্যাচেও লাস পালমাসের কাছে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। সব মিলিয়ে লিগে সর্বশেষ ৪ ম্যাচে বার্সার জয় মাত্র একটি, দুটি হারের সঙ্গে একটি ড্র । এই মৌসুমে লিগে ১৮ ম্যাচ খেলে এটি বার্সার  চতুর্থ হার। তারপরেও অবশ্য ৩৮ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত লিগের শীর্ষেই আছে বার্সা। ১৭ ম্যাচে সমান ৩৮ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানের কারণে আপাতত দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ আছে তিন নম্বরে। এই দুই ক্লাবের সুযোগ আছে নিজেদের পরের ম্যাচেই বার্সাকে টপকে যাওয়ার।

ম্যাচের মাত্র ৪ মিনিটের সময় বার্সাকে চমকে দেয় লেগানেস। অতিথি দলের উইঙ্গার মুনির এল হাদ্দাদির শট বার্সা গোলরক্ষক ইনাকি পেনার গায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। কর্নার পায় লেগানেস। সেই কর্নার থেকেই ফাঁকায় বল পেয়ে যান সের্হিও গনসালেস। তাঁর হেড চলে যায় বার্সার জালে। 

সেই যে পিছিয়ে পড়ল বার্সা, এরপর আর ভাগ্যকে পাশে পেল না তারা। একের পর এক সুযোগ নষ্ট করে গেলেন বার্সা খেলোয়াড়েরা। ম্যাচের বেশির ভাগ সময়ই বার্সার অধিকাংশ খেলোয়াড় কাটিয়েছেন লেগানেসের অর্ধে। কিন্তু গোলের দেখা আর পাননি।

১০ মিনিটের সময়ই রাফিনিয়ার ক্রস থেকে রবার্ট লেভানডফস্কির শট দারুণভাবে ঠেকিয়ে দেন লেগানেস গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। রাফিনিয়া নিজেই সুযোগ পান ৩৩ মিনিটের সময়, তাঁর শট দিমিত্রোভিচের হাতে লেগে যায় ক্রসবারে, একটুর জন্য হতাশ হতে হয় বার্সাকে। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে একটা সুযোগ নষ্ট করেন বার্সা ফরোয়ার্ড লামিনে ইয়ামালও।

বিরতির পরও কখনো লেভানডফস্কির শট গেছে বারের উপর দিয়ে, কখনো ইয়ামাল শট মেরেছেন বাইরে। জুলস কুন্দে তো একটা নিশ্চিত গোলের সুযোগ পেয়েও বল বিস্ময়করভাবে বাইরে পাঠিয়ে দিয়েছেন। বদলি নামা ফেরমিন লোপেজের যোগ হওয়া সময়ের একটা শট তো প্রায় গোললাইন থেকে ফিরিয়ে দেন লেগানেসের অস্কার রদ্রিগেজ। এরপর আর এই ম্যাচ বার্সা জিতে নাকি!

হারলেও ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষেই। তাদের সমান ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে। রিয়াল মাদ্রিদও এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। অপর দিকে বার্সেলোনায় প্রথমবারের মতো জয় পাওয়া লেগানেস অবনমন অঞ্চল থেকে ১৫ নাম্বারে জায়গা করে নিয়েছে। তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট।


এমবি


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি