সহিংসতার জন্যই সন্ত্রাসী দল আখ্যা পেয়েছে বিএনপি [ভিডিও]
প্রকাশিত : ২২:২৭, ২৩ মে ২০১৮
সহিংসতার জন্যই কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এ কারণে দলটির ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও মনে করেন তিনি। আর বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট প্রিফন্টেইন জানিয়েছেন, দেশটির আদালত স্বাধীন ও মুক্ত মতই প্রকাশ করেছে।
সম্প্রতি কানাডায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী বিএনপি কর্মীর রিভিউ আবেদন খারিজ করে কানাডার ফেডারেল আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। বিচারক ব্রাউনের দেওয়া ৪ মে’র এ রায় আদালতের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে কানাডার হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠক শেষে প্রসঙ্গটি তোলেন সাংবাদিকরা।
প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালে সহিংস কর্মকাণ্ডের কারণেই সন্ত্রাসী দলের আখ্যা পেয়েছে বিএনপি।
কানাডার হাইকমিশনার বেনয়েট প্রিফন্টেইন জানান, মুক্ত মতই প্রকাশ করেছে তার দেশের আদালত।
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের আলোচনায় রোহিঙ্গা প্রসঙ্গটিও উঠে আসে। আর্থিক সহায়তার পাশাপাশি কুটনৈতিক আলোচনা অব্যহত রাখার কথাও জানান হাইকমিশনার।
ভিডিও:
আরও পড়ুন