ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

সাংগঠনিক ভাবে ক্ষমা চাইতে হবে সারিকাকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ৩০ সেপ্টেম্বর ২০১৮

মিডিয়ায় টিকে থাকার অন্যতম প্রধান শর্ত হচ্ছে নিজের মধ্যে পেশাদার আচরণ থাকা। কোন ভাবেই অপেশাদার আচরণ করে বেশি দিন এই অঙ্গনে টিকে থাকা সম্ভব নয়। এক দশক আগে বিজ্ঞাপনচিত্রে প্রথম কাজ করেন মডেল সারিকা। এর ঠিক তিন বছর পর নাটকে দেখা যায় তাকে। দীর্ঘ পথচলায় সারিকা কখনো নিয়মিত আবার কখনো অনিয়মিত। হঠাৎ হঠাৎ হারিয়ে গিয়েছেন তিনি। বিয়ে, সংসার, সন্তান, বিচ্ছেদ, সেই সঙ্গে পারিবারিক সমস্যার কারণে মাঝে মাঝে কেউ তার খোঁজ পায় না। কয়েক মাস ধরে একই অবস্থা ছিল। তবে হঠাৎ করে ফেসবুকে ঠিকই উঁকি দিতেন, এরপর আবার ডুব দিতেন। এরপর কাজে ফিরে আবারও অপেশাদার আচরণ। ফলে নিষিদ্ধ হন তিনি। এবার জীবন নিয়ে নিজের উপলব্ধি থেকে ক্ষমা চেয়ে আবারও কাজে মনোযোগী হতে চাইলেন সারিকা। কিন্তু বিষয়টি এভাবে হবে না। তাকে আসতে হবে সাংগঠনিক ভাবে।

গত ১ আগস্ট অপেশাদার আচরণের অভিযোগে নিষিদ্ধ হন মডেল ও অভিনয়শিল্পী সারিকা সাবরিন। ছয় মাসের জন্য তার কাজের ওপর দেওয়া হয় নিষেধাজ্ঞা। এই সময়ে অভিনেত্রীকে নিয়ে কেউ কোনো নাটক, বিজ্ঞাপনচিত্র, গানের ভিডিও বানাতে পারবে না। সারিকার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন এবং অভিনয়শিল্পী সংঘ।

এদিকে নিষিদ্ধ হওয়ার দুই মাসের মাথায় ফেসবুকে ক্ষমা চেয়ে একটি পোস্ট দেন সারিকা। ক্ষমা চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘সরি, পাঁচ অক্ষরের একটা শব্দ। সবার কাছে আজ সত্যি মনের গভীর থেকে মাফ চাইছি—পরিবার, বন্ধু, সহকর্মী, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে। কখনো যদি জেনে বা না জেনে এতটুকু আঘাত করে থাকি, অনুগ্রহ করে ক্ষমা করবেন। আমার চারপাশের কঠিন পরিস্থিতি ও শারীরিক সমস্যার কারণে কিছু জটিলতায় ভুগছিলাম। তবে এটাও মানছি, সব তা না। নিজের ব্যাপারেও সতর্ক ছিলাম না, ভুলত্রুটি যতটুকু পারি শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ শেখার না আছে শেষ, না আছে বয়স। আজ না হয় পুরোনো কষ্ট মুছে ফেলে নতুন করে শুরু করি সব। আমরা সবাই এক।’

এদিকে সারিকার এই ক্ষমা চাওয়ার বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, ‘আমাদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজ আছে, ভাইবারেও গ্রুপ আছে—সেখানে জ্যেষ্ঠ শিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের সবাই যুক্ত আছেন। গুরুত্বপূর্ণ নানা বিষয়ে এখানে উন্মুক্ত আলোচনা করা হয়। সারিকা যদি উপলব্ধি করেন তার ভুল হয়েছে, তাহলে আমাদের কাছে একটা চিঠি দেওয়া উচিত ছিল। অভিনয়শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য আমাদের এই সংগঠন। সারিকা তো একজন প্রতিভাবান শিল্পী, তিনি অভিনয় করতে পারছেন না, এটা যদি তিনি উপলব্ধি করেন, তাহলে প্রথম আমরা অবশ্যই তার পাশে দাঁড়াব। প্রযোজক ও পরিচালকদের সঙ্গে আলোচনা করব।’

তিনি আরও বলেন, ‘এই ক্ষমা চাওয়ার ব্যাপারটি আমাদের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। তাকে সাংগঠনিকভাবে আসতে হবে। কোনো প্রযোজক আর পরিচালক ইচ্ছা করলেও তার সঙ্গে কাজ করতে পারবে না। কারণ, তার ব্যাপারে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি। ফেসবুকে পোস্ট দিয়ে তাকে নিষিদ্ধ করা হয়নি, হয়েছে সাংগঠনিক সিদ্ধান্তে।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি