ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সাংবাদিকদের উদ্দেশ্যে কার্ডবোর্ড রাখলেন থাই প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ১০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৫৩, ১০ জানুয়ারি ২০১৮

সাংবাদিকদের এড়িয়ে যেতে তাদের সামনে নিজের কার্ডবোর্ড রাখলেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা। থাইল্যান্ডে চলমান রাজনৈতিক সংকট ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যেতেই এ অভিনব কাণ্ড করেন সামরিক বাহিনী থেকে প্রধানমন্ত্রী হওয়া প্রায়ুত।

শিশু দিবস উপলক্ষ্যে দেশটির এক সরকারি স্কুলে গিয়েছিলেন থাই প্রধানমন্ত্রী। সেখানেই ভিড় জমান সাংবাদিকেরা।

উপস্থিত সাংবাদিকদের তার কার্ডবোর্ডের দিকে দৃষ্টিপাত করে প্রায়ুত বলেন, “আপনারা যদি রাজনীতি অথবা চলমান সংকট নিয়ে কোনো প্রশ্ন করতে চান তাহলে এই লোকটিকে (তারই প্রতিকৃতি) জিজ্ঞেস করুন”। এরপরেই সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্যের ইঙ্গিত করে সেখান থেকে চলে যান তিনি।

থাই প্রধানমন্ত্রীর এমন অদ্ভুত আচরণে কিংকর্তব্যবিমূঢ হয়ে পরেন উপস্থিত সাংবাদিকেরা।

তবে প্রয়াতুর এমন উদ্ভট কর্মকাণ্ড এবারই প্রথম নয়।  এর আগেও প্রশ্ন পছন্দ না হওয়ায় এক সাংবাদিকের উদ্দেশ্যে কলার খোসা ছুড়ে মেরেছিলেন প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা।

২০১৪ সালে তৎকালীন থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে সরিয়ে ক্ষমতা দখল করেন প্রাক্তন সেনাপ্রধান প্রায়ুত চান-ওচা। চলতি বছরের নভেম্বরে নির্বাচন আয়োজনের কথা থাকলেও বারবার তা পিছাচ্ছে প্রায়ুত প্রশাসন। আর সে কারণেই দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ-আন্দোলন করছে দেশটির নাগরিকেরা।

 

ভিডিও দেখতে ক্লিক করুন

সূত্র: বিবিসি

এসএইচএস/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি