ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

ডিআরইউ মতবিনিময়

‘সাংবাদিকরা যেন বেআইনিভাবে হেনস্থার শিকার না হন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ১ জানুয়ারি ২০২৪

সাংবাদিকরা যেন বেআইনিভাবে হেনস্থার শিকার না হন- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। রোববার বাংলাদেশ প্রেস কাউন্সিলের সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন বিচারপতি।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, আমরা চাই সাংবাদিকরা যেন কোনো বেআইনি হেনস্থার শিকার না হন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি মামলা না করে সবার আগে প্রেস কাউন্সিলে আসা উচিত। তিনি আরও বলেন, আমরা সকল সাংবাদিকদের ডাটাবেজ করছি। যারা এখনো অন্তর্ভুক্ত হননি তাদেরকে দ্রুত ফরম ফিলাপ করে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম মোল্লা।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি