ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক ও সাহিত্যিক সিদ্দিক আহমেদ পারিবারিক কবরস্থানে সমাহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ১৩ এপ্রিল ২০১৭


হাজারো মানুষের শ্রদ্ধা- ভালবাসায় রাউজানে পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক সিদ্দিক আহমেদ।
এর আগে, চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রথম নামাজে জানাজায় সাংবাদিক, রাজনীতিক, কবি-সাহিত্যিক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। সেসময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম। পরে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সিদ্দিক আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর রাউজানে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত সিদ্দিক আহমেদ বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে, সিদ্দিক আহমেদের মৃত্যু শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি