ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক খায়রুল কবিরের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সাংবাদিক ও ব্যাংকার খায়রুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে ইন্তেকাল করেন তিনি। খায়রুল কবির ছিলেন দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রথম আজীবন সদস্য।

ঐতিহাসিক ৬ দফা কর্মসূচির অন্যতম প্রণেতা ছিলেন খায়রুল কবির। তিনি শেখ মুজিবুর রহমান, খান আবদুস সবুর খান, জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, তফাজ্জল হোসেন মানিক মিয়াসহ বহু গুণীজনের অত্যন্ত ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন।

ব্যাংকিং ক্ষেত্রে খায়রুল কবির ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডার ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এ ছাড়া ইউনাইটেড ব্যাংক অব পাকিস্তানের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, পাকিস্তান শিল্প ব্যাংকের পরিচালক এবং জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অত্যন্ত সংস্কৃতিমনা খায়রুল কবির ছিলেন পাকিস্তান আর্ট কাউন্সিলের (বর্তমানে শিল্পকলা একাডেমি) একজন প্রতিষ্ঠাতা।

তার আত্মার মাগফিরাতের জন্য আজ ঘোড়াশালের পৈতৃক বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি