ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সাংবাদিক রাশীদ উন নবী বাবুর মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ৮ জুলাই ২০২৪

জ্যেষ্ঠ সাংবাদিক একেএম রাশীদ উন নবী বাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০২০ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বর্ষীয়ান এ সাংবাদিক দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন।

রাশীদ উন নবী বাবু ১৯৫৬ সালের ১২ মার্চ বগুড়ায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে জাসদের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তী সময়ে রাজনীতি ছেড়ে পেশাদার সাংবাদিকতায় সম্পৃক্ত হন।

৪৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ সব দায়িত্বে ছিলেন। 

দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ প্রকাশিতব্য দৈনিক আমার দিন পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে একমাত্র মেয়ে ফারাহ আনিকা অনন্যা বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি