ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

সাংবিধানিক পদ উপরে থাকবে

প্রকাশিত : ১৫:১৪, ১০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৪, ১০ নভেম্বর ২০১৬

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংশোধন করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সাংবিধানিক পদ উপরে থাকবে বলে রায়ে উল্লেখ করা হয়। জেলা জজ, সচিব পদমর্যাদা এক সঙ্গে থাকবে। এছাড়াও স্বাধীনতা পদক একুশে পদক, বীর খেতাব প্রাপ্তরা পদক্রমে অন্তর্ভক্ত করা হয়েছে।  ২০০৬ সালে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ১৯৮৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। পরে হাইকোর্ট রুল জারি করলে ২০১০ সালে ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অবৈধ ও বেআইনি ঘোষণা করে রায় দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। এরপর সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। এদিকে বিনা পরোয়ানায় গ্রেফতার, ও রিমান্ড সংক্রান্ত আপিলের পূর্নাঙ্গ রায় প্রাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি