সাংহাইয়ে পুরস্কার পেল সুলতান
প্রকাশিত : ২০:১৪, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৯, ৩০ জুন ২০১৭
বলিউটস্টার সালমান খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘টিউবলাইট’দর্শক আর সমালোচকদের মনে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। তবে সালমান ভক্তদের হতাশ হওয়ার কারণ নেই। গত ঈদে মুক্তি পাওয়া সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’ ছবিটি সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাকশন ফিল্ম হিসেবে পুরস্কার জয় করল।
ছবিটি প্রথম ভারতীয় ছবি হিসেবে এই পুরস্কার পেল। ‘দঙ্গল’ এবং ‘বাহুবলী ২’-এর পর এবার চীনের চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করতে আলি আব্বাস জাফর পরিচালিত সালমানের এই ছবিটি চীনে মুক্তি পেতে চলেছে।
বিদেশের মাটিতে এই সম্মানীয় পুরস্কার জয় সম্পর্কে পরিচালক বলেন, ‘সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে যে সম্মান ও ভালোবাসা পেলাম, তার জন্য আমরা সবাই খুবই খুশি। আর সবচেয়ে বড় কথা, অ্যাকশন বিভাগে এই পুরস্কারটি পেলাম খোদ জ্যাকি চ্যানের কাছ থেকে। এর চেয়ে সম্মানজনক আর কিছু হতে পারে না। ছোটবেলা থেকেই জ্যাকি চ্যান আমার কাছে ভীষণই অনুপ্রেরণাদায়ী অভিনেতা।’
তিনি আরও বলেন, ‘সুলতান এমন একটি ছবি, যার সঙ্গে মিশে আছে ভারতের মাটির গন্ধ। এই ছবিতে বলা হয়েছে এমন এক লড়াকুর কথা, যে এই মাটি দিয়েই তৈরি। সাংহাইয়ের মাটিতে ভারতীয় চলচ্চিত্রের মুখ উজ্জ্বল করেছে সুলতান।’
আমির খান অভিনীত ‘দঙ্গল’ এবং প্রভাসের ‘বাহুবলী ২’—দুটি ছবিই চীনের মাটিতে ধামাকা মাতিয়েছে। এখন দেখার বিষয় সালমানের ‘সুলতান’ চীনে কতটা সফল হতে