ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সাইবার নিরাপত্তা নিয়ে জাতীয় প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে এফএসআইবি পিএলসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ২১ অক্টোবর ২০২৩ | আপডেট: ২১:২৬, ২১ অক্টোবর ২০২৩

সাইবার সক্ষমতা প্রমাণে টেলকো, ব্যাংক, এমএফএস, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়োজিত পেশাদার সাইবার আর্মিদের নিয়ে আয়োজিত সাইবার ড্রিলে এ বছর দ্বিতীয় হয়েছে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসি এর দল এফএসআইবিএল মর্টস (mOrts) পিএলসি। 

শনিবার রাজধানীর মিরপুরে অবস্থিত মিলিটারী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ক্যাম্পাসে  অনুষ্ঠিত হয় ফিনসিআইআই জাতীয় সাইবার ড্রিল। এই প্রতিযোগিতায় অংশ নেয় অনলাইনে উত্তীর্ণ ৩০টি দল।  

প্রতিযোগিতায় ১ম হয়েছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের দল। আর তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেডের পিবিএল সাইবার সেন্টিনাল।

মোট ৮০০ নম্বরের মধ্যে ২১৭ নম্বর পেয়ে শীর্ষে উঠেছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের দল, ২০৭ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে এফএসআইবিএল মর্টস (mOrts) পিএলসি, ১৮৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে পিবিএল সাইবার সেন্টিনাল।

মর্টস (mOrts)- এফএসআইবিএল দলের পাঁচ সদস্যরা হলেন- মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার শেখ তৌহিদ, মোহাম্মাদ আব্দুল মোনেম, মঈনুদ্দিন কাদের আল আরাবি এবং বাপ্পী সরকার।

চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষস্থানীয় দল হওয়ায় এফএসআইবিএল মর্টস (mOrts) পিএলসি এর সদস্য ইঞ্জিনিয়ার শেখ তৌহিদ বলেন, আর্থিক ব্যবস্থাপনা ডিজিটাল হওয়ায় গ্রাহকদের সুবিধা যেমন হয়েছে, তেমনি চ্যালেঞ্জও বেড়েছে আগের তুলনায় অনেকগুণ। আর্থিক খাতের চতুর্দিকে ওতপেতে থাকে সাইবার অপরাধীরা। এদের হাত থেকে সুরক্ষার জন্য প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা যেমন শক্তিশালী করতে হবে, তেমনি গ্রাহকদের সচেতন হতে হবে এসব অপরাধীদের কার্যক্রমের ধরণ নিয়ে। 

চূড়ান্ত প্রতিযোগিতায় এ বছরে দেশের শীর্ষ ১০ ফিনসিআইআই দলের নাম ঘোষণা করা হয় সন্ধ্য সোয়া পাঁচটার দিকে। শীর্ষ তিন দলের পরে যথাক্রমে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাইবার স্যাভি, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ইউবিএল ঈগল, বাংলাদেশ ব্যাংক সাইবার টিম, শাহজালাল ইসলামি ব্যাংক সাইবার টিম, ঢাকা ব্যাংক লিমিটেডের সাইবার ফোর্স, সোনালী ব্যাংকের টিম হেডস এবং মার্কেন্টাইল ব্যাংকের এমবিএল লিজিওন।

২০২০ সালের ১২ ডিসেম্বর থেকে শুরু হয় জাতীয় পর্যায়ের সাইবার ড্রিল। এরপর থেকে প্রতিবছর নিয়মিত এই ড্রিলের আয়োজন করে আইসিটি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট। এর আগে ৭ অক্টোবর (শনিবার) চূড়ান্ত প্রতিযোগিতার জন্য অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই) অনুমোদিত প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠানের ৬৫টি দলের মধ্যে ৩০টি দলকে নির্বাচন করে।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি