সাইবার হামলা মোকাবেলায় ব্যাংকগুলোকে ব্যবস্থা নেয়ার নির্দেশ
প্রকাশিত : ১৮:০১, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৮:৫৭, ১৬ মে ২০১৭
সাইবার হামলা মোকাবেলায় ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
সকালে রাজধানীতে ‘ব্যাংকিং খাতে নিরাপদ তথ্য-প্রযুক্তি’ বিয়ষক এক গবেষনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রতিবেদন মতে, প্রযুক্তিগত নিরাপত্তা বিষয়ে ৫০ শতাংশ ব্যাংক কর্মকর্তার ন্যূনতম ধারণা নেই। যার মধ্যে ২৮ শতাংশের অবস্থা একেবারে তলানিতে। আর ২২ শতাংশ ব্যাংক কর্মকর্তার কিছু জ্ঞান রয়েছে। অনুষ্ঠানে ব্যাংকিং খাতে নিরাপদ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের আইসিটি গাইডলাইন মেনে চলার নির্দেশ দেন এস কে সুর চৌধুরী।
আরও পড়ুন