ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাউথইস্ট ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৩৮, ৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বেসরকারি সাউথইস্ট ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

কোন কোন বিভাগে নিয়োগ

ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, এমআইএস, এইচআরএম, ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট, ব্যাংকিং অ্যান্ড ইন্সুর‌্যান্স,  সিএসই, ইইই, টেক্সটাইল, আর্কিটেকচার, ফার্মেসি, আইন ও বিচার, অর্থনীতি, ইংরেজি (সাহিত্য ও ইএলটি) এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে এসব নিয়োগ দেওয়া হবে। এসব বিভাগে প্রফেসর, এসোসিয়েট প্রফেসর ও অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ প্রতিটি বিভাগের শিক্ষকদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.seu.ac.bd/career অথবা বিডিজবসে।

আবেদনের নিয়ম

ওয়েবসাইটে ঢুকে আবেদনের বিস্তারিত জেনে নিন। এছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অথবা একটি পূর্ণ জীবন-বৃত্তান্তের সঙ্গে রেফারেন্স, কাভার লেটার, সনদ ও নম্বরপত্রের কপি, ২ কপি ছবি এবং প্রতিটি প্রকাশনার প্রথম পৃষ্ঠার কপি (যেখানে প্রকাশনার নাম ও লেখকের নাম উল্লেখ থাকতে হবে) ‘রেজিস্ট্রার, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (বাড়ি-৬৪, রোড-১৮, ব্লক-বি, বনানী, ঢাকা-১২১৩)’ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন করা যাবে ১৫ নভেম্বর ২০১৭ পর‌্যন্ত।

/ এম / এআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি