সাকা চৌধুরীর রায় ফাঁসের ঘটনায় ৫ জনকে কারাদণ্ড, স্ত্রী ও ছেলে খালাস
প্রকাশিত : ১৯:১১, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১১, ১৫ সেপ্টেম্বর ২০১৬
সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার রায় ফাঁসের ঘটনায় আইনজীবীসহ ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার রায়ে সালাউদ্দিন কাদেরের স্ত্রী ও ছেলে খালাস পেয়েছেন।
আইনজীবী ফখরুল ইসলামকে ১০ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরো ৬ মাস কারাভোগ করতে হবে। এছাড়া, আরো চার আসামী সালাউদ্দিন কাদের চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসান, ফখরুলের সহকারি মেহেদি হাসানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারি ফারুক হোসেন এবং পরিচ্ছন্নতা কর্মী নয়ন আলীকেও সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। দুই দফা পেছানোর পর সাইবার ট্রাইব্যুনালের বিচারক আলোচিত এই মামলার রায় দেন।
আরও পড়ুন