সাকিবকে ছাড়ল কলকাতা
প্রকাশিত : ০০:০৭, ৫ জানুয়ারি ২০১৮
অবশেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ পরলেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) দলগুলোর আগের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ সময়। এরপর তালিকা প্রকাশ করে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
আইপিএলে নতুন নিয়মে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রতিটি দল আগের স্কোয়াডের সর্ব্বোচ্চ ৩ জন করে খেলোয়ার ধরে রাখতে পারবেন। তাদের মধ্যে বিদেশি থাকতে পারবেন সর্বোচ্চ দুইজন। সুতরাং কলকাতা নাইট রাইডার্সের সেই তালিকা থেকে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে।
এম/টিকে