সাকিবকে ছেড়ে দিচ্ছে কলকাতা
প্রকাশিত : ২৩:২২, ৩ জানুয়ারি ২০১৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রায় সাত বছর খেলেছেন সাকিব আল হাসান। ২০১১ সালে থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসানকে এ বছর ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে নতুন করে কিছু নিয়ম প্রবর্তন করা হয়েছে। এই নতুন নিয়মে নিলামের আগে দলগুলো সর্ব্বোচ্চ ৩ জন করে খেলোয়ার ধরে রাখতে পারবেন। যদিও ২০১৭ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ১৪ জন খেলোয়াড় ধরে রাখতে পেরেছিলেন।
এখন পর্যন্ত জানা গেছে কলকাতা নাইট রাইডার্স বিদেশি খেলোয়াড়দের মধ্যে ক্রিস লিন ও সুনিল নারিনকে ধরে রাখবেন কলকাতা নাইট রাইডার্স। তবে আগামীকাল এ বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যাবে। কারণ, ৪ জানুয়ারি হচ্ছে ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দেওয়ার শেষ তারিখ।
এরই মধ্যে গতকাল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এর কাছে ৮ জন খেলোয়াড়েরর নাম পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদের মধ্যে সাকিব আল হাসানেরও নাম রয়েছে। তাই নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে নিতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তবে, ছেড়ে দিলেও কলকাতার হয়ে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা থাকছে।
এম/টিকে