ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাকিবকে নিয়েই মিরপুর টেস্টের দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ১৬ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৭:৪২, ১৬ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টটি অনুষ্ঠিত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

বুধবার (১৬ অক্টোবর) সাকিবকে নিয়েই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতের বিপক্ষে হোয়াটওয়াশ হলে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সেই স্কোয়াডের ওপরই ভরসা রেখেছে বিসিবি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি