ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সাকিবদের হারিয়ে চ্যাম্পিয়ন চেন্নাই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৯, ২৭ মে ২০১৮

রবিবার ওয়াংখেড়ে দেখল ওয়াটসন ধমাকা। সানরাইজার্স হায়দরাবাদকে একার হাতেই ধ্বংস করলেন শেন ওয়াটসন ৷ ৫৭ বলে ১১৭ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকলেন শেন ওয়াটসন ৷ তিনি ১১টি চার ও ৮টি ছক্কা মেরেছেন৷ রায়াডু অপরাজিত থাকেন ১৯ বলে ১৭ রান করে ৷ 

৯ বল বাকী থাকতেই ৮ উইকেটে হাসতে হাসতে ট্রফি জিতে নিল ধোনির সিএসকে৷ এই নিয়ে তৃতীয় আইপিএল খেতাব জয়ের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস৷ মুম্বাইয়ের সঙ্গে আইপিএল খেতাব জয় একই আসনে এখন চেন্নাই ৷ দু’দলই তিনবার করে খেতাব পেয়েছে ৷ 

খেলার শুরুতেই টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ টস নিয়ে একপ্রস্থ মজাদার নাটক দেখল ওয়াংখেড়ে৷ টস করেন ধোনি৷ উইলিয়ামসনের কল ছিল টেল৷ কয়েন গড়িয়ে যায় অনেকটা দূরে৷ ম্যাচ রেফারি অন্ডি পাইক্রফট পরীক্ষা করে জানান হেড পড়েছে৷ সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর ধোনিকে জিজ্ঞাসা করেন, ‘হেড কার কল ছিল, তোমার?’ ধোনির উত্তর, ‘না, উইলিয়ামসন টেল বলেছে৷’ মঞ্জরেকর বুঝতে না পেরে পুনরায় জিজ্ঞাসা করেন ধোনিকে, ‘হেড তোমার কল ছিল?’  

উইলিয়ামসনকে দেখিয়ে ধোনির আবার উত্তর, ‘না, ওর কল ছিল টেল৷’ শেষে মঞ্জরেকর জিজ্ঞাসা করেন মাহিকে, ‘তুমি টসে জিতেছ?’ এবার ধোনির উত্তর ‘হ্যাঁ’৷ ওয়াংখেড়েতে বিশ্বকাপ ফাইনালেও খানিকটা এমনই নাটক দেখা গিয়েছিল৷ গোটা ঘটনায় অপ্রস্তুত দেখায় উইলিয়ামসনকে৷ কেননা, যতবার ধোনি বলেন যে উইলিয়ামসন টেল বলেছেন, ততবারই মাইক্রোফোন নিয়ে উইলিয়ামসনের কাছে চলে গিয়েছেন মঞ্জরেকর এবং লাজুক মুখে হায়দরাবাদ অধিনায়ক ধোনিকে দিকে আঙুল দেখিয়ে ইঙ্গিত করেছেন যে, টস জিতেছে মাহি৷ 

এমএইচ/এসি     

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি