ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

সাকিবের অর্ধশতকে দিন শেষ করলো টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ৩০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৩৫, ৩০ নভেম্বর ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের প্রথম ইনিংসের প্রথম দিন শেষে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করেছে। দিনে শেষে ভালো করেছে অধিনায়ক সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের জুটিতে ভালোভাবেই দিন শেষ করেছে টাইগাররা। সাকিব আল হাসান ১১৩ বলে ৫৫ এবং মাহামুদুল্লাহ ৫৯ বলে ৩১ রান করে অপরাজিত রয়েছেন। টসে জিতে বাংলোদেশ ব্যাটিং নেয়। মিরপুরের স্পিন সহায়ক উইকেটে রান তোলাই যেখানে কষ্টকর, সেখানে বাজে শট খেলে ফিরে গেছেন সৌম্য-মুমিনুল-মিঠুনরা। অভিষেকে ১৯৯ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাদমান ইসলাম।

আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন সৌম্য সরকার এবং অভিষিক্ত সাদমান ইসলাম। ভালো খেলতে খেলতেই হঠাৎ করেই বাজে শট খেলে ১৯ রান করে সৌম্য আউট হয়ে যান।

দারুণ ফর্মে থাকা মুমিনুল হক বেশ সাবলীল খেলছিলেন। লাঞ্চের ঠিক আগমুহূর্তে দলীয় ৮৭ রানে কেমার রোচের বলে বাজে শটে চেইসের হাতে ধরা পড়েন ২৯ রান করা বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। লাঞ্চের পরেই দলীয় স্কোর ১০০ পার হয় বাংলাদেশের। অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম। ৫০ রান করতে সাদমান খেলেছেন পাক্কা ১৪৭ বল! হাঁকিয়েছেন ৪টি বাউন্ডারি।

একসময় সৌম্য-মুমিনুলের পথে হাঁটা দেন মিঠুন (২৯)। দেবেন্দ্র বিশুর গুগলি বুঝতে না পেরে বলের লাইনে না গিয়ে জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন তিনি। বল আঘাত হানে স্টাম্পে। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান সিরিজে তৃতীয়বারের মতো শিকার হলেন দেবেন্দ্র বিশুর। বোল্ড হলেন টানা দুই ইনিংসে। মিঠুনের বিদায়ের পর উইন্ডিজকে বড় ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। তার বলে এলবিডাব্লিউ হয়ে থামে অভিষিক্ত সাদমানের ১৯৯ বলে ৬ বাউন্ডারিতে ৭৬ রানের চোখ ধাঁধানো ইনিংস।

এরপর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করা মুশফিক ব্যক্তিগত ১৪ রানে শেমরন লুইসের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে গেলে বিপদে পড়ে যায় বাংলাদেশ। ১৯০ রানে প্যাভিলিয়নে ফিরে যায় অর্ধেক ব্যাটসম্যান। অধিনায়ক সাকিব আর মাহমুদউল্লাহর ব্যাটে ভালোই খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শারমন লুইস, কেমার রোচ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি