ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সাকিবের টেস্ট খেলাও অনিশ্চিত   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:২৪, ২৮ জানুয়ারি ২০১৮

আঙ্গুলে চোট পেয়ে হাসপাতালে রয়েছেন সাকিব আল হাসান। ফাইনালের দিনে বাংলাদেশের জন্য অনেক বড় দুঃসংবাদ এটি। শেষ পর্যন্ত ব্যাটিং এ থাকতে পারছেন না তিনি। এমনকি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলাও তার এখন অনিশ্চিত।  

ব্যাট করছিল শ্রীলঙ্কা। ৪২তম ওভারের বল করছিলেন মুস্তাফিজ।  প্রথম বলেই দিনেশ চান্দিমাল এক্সট্রা কভারে ঠেলে দিয়ে এক রান নিতে গেলেন। দৌড়ে এসে বল ধারার চেষ্টা করলেন সাকিব। কিন্তু বল ধরতে না পেরে পড়ে গিয়ে বাম হাতের আঙ্গুলে মারাত্বক ব্যথা পান।

সাকিবকে মাঠে পড়ে থাকতে দেখে এগিয়ে এলেন মোস্তাফিজ। অবস্থা দেখে ড্রেসিং রুমে ফিজিওর সাহায্য চাইলেন। এগিয়ে এলেন মাশরাফিসহ অন্যসব খেলোয়াড়। বেশ কিছুক্ষণ পর সাকিব ওঠে দাঁড়ালেও ফিজিওর সঙ্গে করে চলে গেলেন মাঠের বাইরে।  

এরপর সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। স্ক্যানে চিড় ধরা পড়েনি। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে সেলাই লাগতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। হাতে সময়ও আর বেশি নেই। এর মধ্যে তার সুস্থ হওয়ার সম্ভবনা ক্ষীণ। তাই টেস্ট খেলাটা সাকিবের জন্য বলা যায় প্রায় অনিশ্চিৎ। 

 

এসি/এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি