ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১৯ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১২:৫৪, ১৯ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি  করেছেন আদালত। চেক ডিজঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই পরোয়ানা জারি করেন।  সাকিব ছাড়াও এই মামলায় আরও দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন- সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

সাকিবসহ এই চার আসামির মামলাটি করা হয় গেল ১৫ ডিসেম্বর। এই মামলার নথি থেকে জানা যায়, তাদের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ৪ জনকে ১৮ জানুয়ারি শনিবাদ আদালতে হাজির হতে বলা হয়।

সাকিবসহ মামলার ৪ আসামিকে এর মাধ্যমে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছিল। যা অমান্য করলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, এমন সম্ভাবনা আগেই ব্যক্ত করে রেখেছিলেন আদালত। সে মোতাবেক আজ রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি