ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ভালোবাসা দিবস

সাকিবের সব চেয়ে প্রিয় দুজন মানুষ

প্রকাশিত : ১৫:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

১২.১২.১২। অর্থাৎ ২০১২ সালের ১২ ডিসেম্বর। এ দিনে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বাংলাদেশ ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান। এরই মধ্যে এই জুটির পথচলার ছয় বছর পূর্ণ হয়েছে। দাম্পত্য জীবনে অর্ধযুগের পথচলায় এ জুটির সংসারে রয়েছে একটি কন্যাসন্তান। ২০১৫ সালের ৯ নভেম্বর তাদের ঘর আলো করে আসে নতুন অতিথি আলাইনা হাসান অব্রি।
প্রিয়তমা স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন সাকিব। তার সব অনুপ্রেরণার উৎস প্রিয় সহধর্মিণী ও কলিজার টুকরা মেয়ে। সেই রেশেই বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশ করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ ১৪ ফেব্রুয়ারি আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন -

‘আমার এবং শিশিরের দাম্পত্য জীবনের প্রায় ছয় বছর পার হতে চললো, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের জীবনে এসেছে ফুটফুটে এক সন্তান- আলাইনা। আমার পুরো জগতটাই এখন এ দুজন ভালোবাসার মানুষ দিয়ে ঘেরা। তাদের ছাড়া জীবনটা কল্পনাই করতে পারি না আমি। তোমাদের দুজনকেই আমি প্রচণ্ড ভালোবাসি। আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় এই দুজন মানুষকে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি