ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাকিব-মিরাজের ঘূর্ণিতে ভারতের টপ অর্ডারে ধস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ৪ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৩:৩৮, ৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আরও একটি উইকেট হারালো ভারত। এবার শ্রেয়স আইয়্যারকে ফেরালেন ইবাদত। এর আগে পর পর দুটি উইকেট নিয়ে নিলেন সাকিব। সাকিবের প্রথম বলেই বোল্ড আউট হন রোহিত শর্মা। এরপর আউট হন বিরাট কোহলি। আর এর আগে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করেন শিখর ধাওয়ান, বলটা ব্যাটে লেগে স্টাম্পে লাগে। এরমধ্যদিয়ে ভারতের উদ্বোধনী জুটি ভেঙ্গেছেন মিরাজ। 

মিরপুররের মাঠে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দুই স্পিনারের সামনে পড়ে ৪৯ রানে খুইয়ে নড়বড়ে হয়ে পড়ে ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইনআপ।  তখন ম্যাচের ১১তম ওভার। 

মাত্র ৭ রান করেই সাজঘরের পথ ধরেন ভারতীয় ওপেনার ধাওয়ান। ২৩ রানের মাথায় ভারতের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপরে মাঠে নামেন কোহলি।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। বোলিং উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে দেন মাত্র ১ রান।

দ্বিতীয় ওভারে হাসান মাহমুদ বাউন্ডারি হজম করলেও ৫ রানের বেশি খরচ করেননি। চাপ ধরে রেখে বোলিং করছে টাইগাররা।

এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে লিটন দাসের নেতৃত্বের অভিষেক হলো। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে ছিটকে যাওয়ায় রোহিত শর্মাদের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই পেসার তাসকিন আহমেদও। আর চোটের জন্য ভারত পায়নি জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামিকে। 

বাংলাদেশের একাদশে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়। তবে জায়গা হয়নি ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহানের। ভারতের একাদশে অভিষেক হতে যাচ্ছে কুলদীপ সেনের। এছাড়া একাদশে রয়েছেন বিরাট কোহলি-রিশাব পান্থের মতো ক্রিকেটাররা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি