ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাকিব-লিটন বাদ, আফগান সিরিজের দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ১ নভেম্বর ২০২৪

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

দলে একমাত্র চমক হিসেবে আছেন নাহিদ রানা। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এই তরুণ পেসার। আবারও দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান। গত বছর সেপ্টেম্বরে নিজের একমাত্র ওয়ানডে খেলেছেন তিনি।

বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। আগামীকাল ও পরশু দুই ভাগে আমিরাতের উদ্দেশ্যে উড়ান ধরবেন নাজমুল হোসেন শান্তরা।

৭ মাসেরও বেশি সময় পর ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সবশেষ নিজেদের মাঠে এই বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলেছে তারা। সাকিব সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। জ্বরের কারণে ফিট না থাকায় রাখা হয়নি লিটন দাসকেও। বিসিবি জানিয়েছে, এখনো জ্বরে ভুগছেন তিনি।

জাতীয় ক্রিকেট লিগে কাঁধে চোট ছিটকে গেছেন তানজিম সাকিব। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। সবচেয়ে সিনিয়রদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি